বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত একটি বন্যহাতির চিকিৎসা দিতে গিয়ে হাতিটির আক্রমণে গুরুতর আহত ২ জন ভেটেরিনারি চিকিৎসকসহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে কক্সবাজারের রামু উপজেলার মায়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভোলাগঞ্জে শত কোটি টাকার পাথর লুট: পাঁচজন আটক
আহতরা হলেন— ডাঃ হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, ভেটেরিনারি সার্জন, ডুলাহাজরা সাফারি পার্ক, ডাঃ মো. মোস্তাফিজুর রহমান, ভেটেরিনারি সার্জন, গাজীপুর সাফারি পার্ক, মো. আতিকুর রহমান, সদস্য সচিব, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ (কক্সবাজার জেলা শাখা)।
আহতদের দ্রুত উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হেলিকপ্টারযোগে রামু ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় পাঠানো হয়।
আরও পড়ুন: তৃতীয় দফা বন্যায় তিস্তা তীরের হাজারো মানুষ পানিবন্দি
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানে তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ।