পৃথিবীর ইতিহাসে নেই যারা পলায়ন করে, তারা আবার ফিরে আসে: মীর সরফত আলী সপু

Sanchoy Biswas
মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:১১ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিক্রমপুর আদর্শ কলেজের সভাপতি মীর সরফত আলী সপু বলেছেন, পৃথিবীর ইতিহাসে নেই যারা পলায়ন করে, তারা আবার ফিরে আসে। আওয়ামী লীগ নেতারা বলেন, শেখ হাসিনা ফিরে আসবেন। আমরা তাকে ‘ওয়েলকাম’ জানাই, কারণ ট্রাইব্যুনাল থেকে তাকে ডাকছে বিচার করার জন্য। শেখ হাসিনা দেশের ২৮ লাখ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পলায়ন করেছেন। মানুষের ভোটের অধিকার হরণ করেছেন, অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে দীর্ঘ আট বছর ছেলে থেকে বিচ্ছিন্ন রেখেছেন এবং বিএনপির মহাসচিবসহ শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন। এছাড়া বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছেন ও দেশের কোনো কিছু ভালো রাখেননি—সব ধ্বংস করে দিয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিক্রমপুর আদর্শ কলেজ অডিটোরিয়ামে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের সনদ বিতরণ ও অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার

বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিক্রমপুর আদর্শ কলেজ এডহক কমিটির বিদ্যুৎসাহী সদস্য, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদ কবির, দাতা সদস্য জুয়েল শেখ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, বিক্রমপুর আদর্শ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পরে তিনি সিরাজদিখান উপজেলার ফেগুনসার শিব মন্দিরে শিবজল উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন: ‎না ফেরার দেশে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার