পাকিস্তানে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৭

পাকিস্তানে টানা ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন। দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির খবরে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতিভারী বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর এবং বাটগ্রামে।
আরও পড়ুন: বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি, সাময়িক বন্ধ ঘোষণা
নিহতদের মধ্যে রয়েছেন ২৭৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৩ জন শিশু। আহত হয়েছেন অন্তত ২৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৬টি বাড়ি। খাইবার পাখতুনখোয়ায় ৩৪টি আংশিক ও ১৪টি সম্পূর্ণ ধ্বংস। গিলগিট বালতিস্তানে ১৪টি আংশিক ও ৩টি সম্পূর্ণ ধ্বংস। আজাদ কাশ্মীরে ২৩টি আংশিক ও ২৮টি সম্পূর্ণ ধ্বংস।
বন্যায় বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল টাওয়ার। প্রাদেশিক উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, ৯টি জেলায় দুই হাজারেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছে। তবে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় এবং ভূমিধসের কারণে ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। অনেক এলাকায় উদ্ধারকর্মীদের পায়ে হেঁটে কাজ করতে হচ্ছে।
আরও পড়ুন: যে ৪২ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন
দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তদারকি করেন।