চাঁদাবাজদের ঠাঁই হবে না বাংলাদেশে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: ‘সংসদ নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছে তারা গণতন্ত্রের শত্রু’
এদিন তিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে তারিখ ঘোষণা করেছেন, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহলের ভিন্নমতের প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারও কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখেই নির্বাচন হবে। কে কী বললো, সেটা শোনার দরকার নেই।”
সবজির বাজার পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, “প্রচুর বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম বেড়েছে। আলুর পর্যাপ্ত মজুত রয়েছে। তবে পাইকারি থেকে খুচরা পর্যায়ে দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। কৃষকরা সঠিক দাম পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছে।
আরও পড়ুন: এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের অধিকার কখনো ক্ষুণ্ণ হবে না: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা