ময়মনসিংহে শেখ কামালের জন্মদিন উদযাপন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামসহ অতিথিবৃন্দরা। পরে ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটরিয়াম, বিনা, ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় র্যাবের অভিযানে কোটি টাকার জাল নোট ও নকল অস্ত্র উদ্ধার
জাতির জনক ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যসহ সব শহীদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিনা’র শোকাবাহ আগস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: কমলনগরে কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার!
শহীদ শেখ কামালের জীবন সম্বন্ধে আলোচনাকালে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লিগ ও সদস্য, বিনা ব্যবস্থাপনা বোর্ড, প্রধান অতিথি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তিনি ছাত্রসমাজকে সংগঠিত করে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন ধরনের খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে যুবসমাজকে সঠিকপথে পরিচালনার জন্য অসাধারণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, শেখ কামালের কর্মময় জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে বিশেষ করে যুবসমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শেখ কামালকে একজন পরিপূর্ণ আলোকিত মানুষ হিসেবে শেখ কামালের কর্মময় জীবন ও বাংলাদেশের ক্রীড়া, শিল্প, সংস্কৃতি ও রাজনীতিতে তার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার জন্য সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. মো. আবুল কালাম আজাদ, পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) বিনা, ময়মনসিংহ, ড. মো. আব্দুল মালেক, পরিচালক (গবেষণা), বিনা, ময়মনসিংহ, ড. মো. ইকরাম-উল-হক, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা), বিনা, ময়মনসিংহ, ড. মো. সিদ্দিকুর রহমান, পিএসও (আরসি), বিনা, ময়মনসিংহ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ও শাখা প্রধানগণ, সকল বিজ্ঞানী, কমকর্তা, কর্মচারি ও শ্রমিকবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দরা।