কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ন, ০৪ জুন ২০২৪ | আপডেট: ৯:২২ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ জেলা শহরের ইসলামপাড়ায় সাজিদ হোসেন নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের সফিকুল আসলামের ছেলে।

সোমবার (৩ জুন) রাত ১১টার দিকে পুলিশ ইসলামপাড়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করে। বাসায় সে একা থাকতো বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

পুলিশ ও স্থানীয়রা জানান, মা না থাকায় খালার কাছে থেকে পড়ালেখা করছিলেন সাজিদ হোসেন। খালা চাকরি সূত্রে বাইরে থাকেন এবং বাবা রেল পুলিশে চাকরির কারণে তিনিও বাইরে থাকেন। এ জন্য সাজিদ ওই বাড়িতে একাই বসবাস করে লেখাপড়া করতেন।

বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় সাজিদ বন্ধুদের ফোনকল করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। রাতে ফোন বন্ধ পেয়ে বন্ধুরা তাঁর বাসায় গিয়ে জানালা দিয়ে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী ও পুলিশকে জানান।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।