ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৩৩ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অতীতে বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সামরিক স্বৈরশাসনের গোরস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া। এখন ফ্যাসিবাদের বিপরীতে গণতন্ত্রের নতুন সূচনা ঘটাবেন তারেক রহমান।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: জোটে না এককভাবে এখনও সিদ্ধান্ত হয়নি: সারজিস আলম

নজরুল ইসলাম খান আরও বলেন, যারা একবার ক্ষমতা হারিয়েছিল, তাদের অনেকেরই আর ফিরে আসা হয়নি। মুসলিম লীগ আর কোনো দিন ক্ষমতায় ফিরতে পারেনি। আওয়ামী লীগের ফিরে আসতে লেগেছিল ২১ বছর। কিন্তু বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে মাত্র ৯ বছরের মাথায় আবার ক্ষমতায় ফিরে এসেছিল। এটাই তার নেতৃত্বের প্রমাণ।

তিনি বলেন, সামরিক শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন খালেদা জিয়া। তাঁর হাত ধরেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ায় এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হতে শুরু করে।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।