নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. এএফএম খালিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের সময়সীমা অল্প সময়ের জন্য, আমরা দ্রুতই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জন্মধাম রাজারগাঁও মন্দির কমপ্লেক্স নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব, বিনিয়োগে স্থবিরতা: পরিকল্পনা উপদেষ্টা
তিনি বলেন, আমরা অল্প সময়ের জন্য দায়িত্বে আছি। সময় বেশি পেলে আরও কাজ করার সুযোগ থাকত। তবে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি নিচ্ছে।
এরপর মন্দির প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর কখনও ‘রাতের ভোট’ হবে না: অধ্যাপক আলী রিয়াজ
সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকসহ শ্রী অদ্বৈত মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
একই দিনে তিনি বিসিআইসির ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে মসজিদের উন্নয়ন ও সংস্কার কাজে পাঁচ লাখ টাকা সরকারি অনুদান প্রদানের আশ্বাস দেন তিনি।





