তাহিরপুরে এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য, ৩ দোকানিকে জরিমানা

Sanchoy Biswas
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪০ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর বাজারে এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য ও যোগান পরিস্থিতি মনিটরিংয়ে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩ দোকানিকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত তাহিরপুর উপজেলা সদর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে এবং তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে বাজারে এলপিজি গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নেই বলে বিক্রেতারা জানান। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়ার প্রমাণ পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ দোকানিকে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, নির্বাচন করতে পারবেন না

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু জানান, মূল্য তালিকা প্রদর্শন, ফায়ার ও ট্রেড লাইসেন্স হালনাগাদ করার জন্য দোকান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এ সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক ধার্যকৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের হালনাগাদ মূল্য সম্পর্কেও বিক্রেতাদের অবগত করা হয়।