পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রি, মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
হিমালয়ের পাদদেশঘেঁষা জেলা পঞ্চগড়ে তীব্র শীত ও কনকনে হিম বাতাসের প্রভাবে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কয়েকদিন ধরে তাপমাত্রা কমতে কমতে আজ ভোরে ৮ ডিগ্রির ঘরে নেমে এসেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।
আরও পড়ুন: নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
এর আগের দিন একই স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরেই সূর্যের দেখা মিলছে না, সকাল ও সন্ধ্যার পর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ।
হিমালয়ের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে এই অঞ্চলে শীতের তীব্রতা অন্য জেলার তুলনায় বেশি অনুভূত হচ্ছে। শীতের কারণে দিনমজুর, চা-বাগান ও পাথর শ্রমিকরা কাজে যেতে পারছেন না। এতে তাদের দৈনন্দিন আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা। সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। রাত নামলেই শীতার্ত ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ আরও তীব্র হয়ে উঠছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিম বাতাসের কারণে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন সকালে ও রাতে কুয়াশা এবং শীতের তীব্রতা বজায় থাকতে পারে।





