হাদীর স্মরণে ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’
আধিপত্যবাদবিরোধী সংগ্রামের মহান বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা–২০২৬’। আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে এই বইমেলা অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ জানুয়ারি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। বইমেলাটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম।
আরও পড়ুন: হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও পুরস্কার বিতরণী
সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায়, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদের প্রতীক। তাঁর জীবন, আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই স্মৃতি বইমেলার আয়োজন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বইমেলার মাধ্যমে পাঠচর্চা ও মুক্তচিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি তরুণ সমাজের মধ্যে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বইকে প্রতিরোধ ও ন্যায়সংগ্রামের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: জকসু নির্বাচনে ছাত্রদলের চমকপ্রদ জয়
মেলায় দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার বইয়ের স্টল ছাড়াও থাকছে স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে মতবিনিময় এবং শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, এই বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়; বরং এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হওয়ার একটি মিলনমঞ্চ হিসেবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে আয়োজকরা বলেন, গণমাধ্যমের সক্রিয় ভূমিকার মাধ্যমেই এই উদ্যোগ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। সেখানে বক্তব্য দেন ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আশিক খান।





