স্ত্রীর সাথে অভিমান করে দুই সন্তানকে হত্যার পর ঋণগ্রস্ত পিতার আত্মহত্যা

Sanchoy Biswas
চুনারুঘাট সংবাদদাতা
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১২:৩২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ঋণের টাকা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)  দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানে নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ (৩০), তার মেয়ে খাদিজা আক্তার (৫) আয়েশা আক্তার (৩)। 

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

ওসি নুর আলম জানান- ঋণের টাকা নিয়ে প্রায়ই স্ত্রী হাফিজা আক্তারের সাথে ঝগড়া হতো স্বামী আব্দুর রউফের। এক পর্যায়ে এক সন্তান নিয়ে স্ত্রী ঢাকার এক আত্মীয়ের বাসায় চলে যান। এতে অভিমান করে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও বিষপান করেন। তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ব্যবসা করতেন আব্দুর রউফ। তিনি ব্যবসায় লোকসান খেয়ে হতাশাগ্রস্ত হয়ে পৈতৃক জমিজমা বিক্রি করেন। ঋণ করে পরিবার পরিচালনা করায় স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার