উত্তরার জলাবদ্ধতা ও গ্যাস সমস্যার সমাধান করবেন ধানের শীষ বিজয়ী: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা উত্তরার মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান করা তাদের নির্বাচনী অগ্রাধিকার হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে উত্তরার ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকালে উত্তরার জনগণের অবদান স্মরণ করে বলেন, বিগত ১৬-১৭ বছরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ও অন্যান্য অধিকার হরণ করা হয়েছে। জনগণের এই অধিকারের পক্ষে কথা বলার জন্য অনেকে তাদের প্রিয়জনও হারিয়েছেন। তবে সেই অভ্যুত্থানে উত্তরার জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ, উত্তরার এই অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।”
আরও পড়ুন: ক্ষমতায় গেলে শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে
চেয়ারম্যান আরও বলেন, আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
গ্যাস সরবরাহ নিয়ে তিনি বলেন, “আপনারা প্রতি মাসে বিল দেন, কিন্তু ঠিকমতো গ্যাস পান না। এটি শুধু উত্তরার সমস্যা নয়, পুরো দেশের সমস্যা। নতুন কোনো গ্যাস কূপ খুঁজে বের করার অনুমতি দেওয়া হয়নি। আমাদেরকে এই সমস্যা সমাধান করতে হবে এবং নতুন শিল্প কারখানা স্থাপন করতে হবে।”
আরও পড়ুন: জামায়াতের দুই মন্ত্রী তখন কেন পদত্যাগ করেননি: তারেক রহমান
তারেক রহমান আরও জানান, পানির সমস্যা, জলাবদ্ধতা দূরীকরণ এবং যানজট নিরসনের জন্য পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “দেশে গণতন্ত্র সুসংহত করতে পারলে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব। জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এর আগে সকাল ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহের নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ করতে রওনা হন তারেক রহমান। সমাবেশ শেষে তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন এবং রাত ১২টায় সমাবেশ শেষ করে ঢাকায় ফেরেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।





