সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Sanchoy Biswas
সাতক্ষীরা সংবাদদাতা
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৫ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই অভিযোগে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

আটক মো. ইব্রাহিম গাজী (২১) গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজী ও ফাতেমা বেগমের পুত্র।

কলারোয়া থানা সূত্রে জানা গেছে  ধর্ষণের শিকার শারীরিক ও বাক প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশুর পিতা কয়েক বছর আগে মারা গেছেন। তার মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করে। ফলে বাক প্রতিবন্ধী ওই শিশু তার নানা বাড়ী গোপীনাথপুরে থাকে।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

মো. ইব্রাহিম গাজীর বাড়ী ও বাকপ্রতিবন্ধী ওই শিশুর নানার বাড়ি পাশাপাশি। বুধবার সকাল ১০টার দিকে ধর্ষকের বাড়িতে কেউ না থাকায় বাক প্রতিবন্ধী শিশুকে কৌশলে তার বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষক ইব্রাহিম গাজী বসত ঘরের পশ্চিম পার্শ্বে বারান্দার কক্ষের মধ্যে বাক প্রতিবন্ধী শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

বিষয়টি শিশুটির নানিসহ আশেপাশের লোকজন জানতে পেরে ধর্ষক ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশকে অবগত করলে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেপ্তার করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিক্টিমকে কোর্টের মাধ্যমে মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ধর্ষক গ্রেপ্তার হয়েছে।