মহান মে দিবসে কাপাসিয়া উপজেলা প্রশাসনের শোভাযাত্রা ও আলোচনা সভা

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ০১ মে ২০২৫ | আপডেট: ১২:১৪ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান মে দিবস-২০২৫ উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

"শ্রমিক-মালিক এক হয়ে, গড়বে এ দেশ নতুন করে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান মে দিবসের পাশাপাশি এবছর একই দিনে 'জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস' পালিত হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেত্রী কেকার রহস্যজনক মৃত্যু

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা.তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মো. মসুদ্দিন খান, নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. ফিজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মো. সুম বিল্লাহ, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনু মিয়া, উপদেষ্টা চিত্ত রঞ্জন সাহা প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ডা. তামান্না তাসনীম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।


আরও পড়ুন: হলে নবীনদের র‍্যাগিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী বহিষ্কার