শ্রীপুরে পৃথক স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ২২ জুন ২০২৫ | আপডেট: ৯:২৬ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পৃথক তিনটি ঘটনায় তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২১ জুন) বিকেল ও রাতে উপজেলার মাওনা ও তেলিহাটি ইউনিয়নের তিনটি স্থান থেকে আলাদা ভাবে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, প্রত্যেকেই পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে।

নিহতরা হলেন- তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজারে আফাজ মোল্লার বাড়ির ভাড়াটিয়া রনি (২৬) তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত রনি নাটোর সদর উপজেলার কাঁঠাল বাড়ীয়া গ্রামের জাবেদ আলীর ছেলে।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

একইদিন বিকেলে মাওনা ইউনিয়নের সিঙ্গার দীঘি গ্রামে বিষপানে আত্মহত্যা করেন কাউসার আহমেদ (২৪)। তিনি ওই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। 

এছাড়া রাতে একই ইউনিয়নের চকপাড়া গ্রামে আরেকটি আত্মহত্যার ঘটনা ঘটে। নাছির উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৮) নিজ ঘরের ধর্নার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, শনিবার বিকেল ও রাতে তিনটি স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটি মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।