শেরপুরে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৮৩ বোতল মদসহ মো. শহিদুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বারোমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম ঢালুকোনা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাতে দাওধারা ফরেস্ট অফিসের পাশের জঙ্গলে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৮০ বোতল মদসহ শহিদুল ইসলামকে আটক করলেও অন্যান্য আসামীরা পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সেইসাথে পলাতক অন্যান্য আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও