বগুড়ায় দুই সন্তানকে গলা কেটে হত্যা, মায়ের আত্মহত্যা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০১ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনা ঘটে সোমবার দিবাগত রাতের কোনো এক সময় শাজাহানপুর উপজেলার খৈলশাকান্দি গ্রামে।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

পুলিশ জানায়, খৈলশাকান্দি গ্রামের শাহাদাৎ হোসেন ও সাদিয়া দম্পতি দুই সন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। রাতে কোনো এক সময় সাদিয়া প্রথমে দুই সন্তানকে গলা কেটে হত্যা করেন এবং পরে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন