প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ আলহাজ্ব এম এ রশীদ ভূইয়ার ইন্তেকাল
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আগরপাট্টার বাসিন্দা, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ আলহাজ্ব এম এ রশীদ ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রায় ১০০ বছর বয়সে গত রাত ১২টা ৪০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
আলহাজ্ব এম এ রশীদ ভূইয়া পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সহ-সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, বাংলা বাজার, শতাব্দীর কণ্ঠসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি আগরপাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি কাজ করেছেন। আগরপাট্টা হাফিজিয়া মাদ্রাসার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসেবে তার ভূমিকা ছিল অনন্য।
শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বর্ণপদক লাভ করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।





