হেঁটে গুলশান কার্যালয়ে গেলেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ফেরার দুই সপ্তাহ পর প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শুক্রবার বিকেলে তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর রোডে অবস্থিত দলের চেয়ারপারসনের কার্যালয়ে যান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন এবং পায়ে হেঁটে মাত্র চার মিনিটের মধ্যে কার্যালয়ে পৌঁছান।

আরও পড়ুন: নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মাথাচাড়া দিতে দেওয়া হবে না: আদিলুর রহমান

দলের নেতাদের মতে, হঠাৎ করেই তিনি পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা দ্রুত প্রস্তুতি নিয়ে তাকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। শার্ট-প্যান্টের ওপর কালো স্যুট পরিহিত তারেক রহমানকে হাঁটতে দেখে অনেক পথচারী হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।

প্রত্যক্ষদর্শী সোহরাব উদ্দিন বলেন, “প্রথমে চিনতে পারিনি। হঠাৎ দেখি, ফুটপাত দিয়ে তারেক রহমান সাহেব হাঁটছেন। সঙ্গে সিভিল ড্রেসে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। বিষয়টি আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে।”

আরও পড়ুন: তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

দীর্ঘ দেড় দশক লন্ডনে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি নেতা। মায়ের মৃত্যুজনিত শোকের মধ্যেও তিনি নিয়মিত অফিস করছেন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম তদারকি করছেন। বিদেশি দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ রাজনৈতিক যোগাযোগও বজায় রাখছেন তিনি।

শুক্রবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তিনি সভাপতিত্ব করার কথা রয়েছে।