ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. এম এ কাইয়ুম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৭ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তারা আবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে  মুখিয়ে আছে। জনগণের এই আগ্রহই প্রমাণ করে-বাংলাদেশের মানুষ গণতন্ত্রতে বিশ্বাসী এবং ভোটের মাধ্যমেই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।

রাজধানীর ঢাকা-১১ আংশিক হাতিরঝিল থানার ওয়াব্দা এলাকায় বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণের সময় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে: জামায়াত আমির

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই প্রতিষ্ঠাতা সভাপতি বলেন,এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। ইতোমধ্যে নির্বাচন কমিশন প্রবাসীদের কাছে ব্যালট পেপার পাঠিয়েছে। এই উদ্যোগের জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। প্রবাসীরা দেশের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাই তাদের ভোটাধিকার নিশ্চিত হওয়া গণতন্ত্রের জন্য অত্যন্ত ইতিবাচক।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি কল্যাণরাষ্ট্র ও উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র। তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমান সুযোগ নিশ্চিত করার সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর।

আরও পড়ুন: ২২ জানুয়ারি থেকে নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, শুরু সিলেট থেকে

বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, আন্দোলন-সংগ্রাম এবং বহু রক্তের বিনিময়ে আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্র শুধু ফিরে পেলেই চলবে না, ভোটের মাধ্যমেই এটিকে রক্ষা করতে হবে। জনগণ যদি সজাগ থাকে, তাহলে কোনো শক্তিই গণতন্ত্রকে আবার কেড়ে নিতে পারবে না।

ড.এম এ কাইয়ুম  অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন,এই ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে। নির্বাচন বানচাল করার যে কোনো অপচেষ্টা গণতন্ত্রবিরোধী কাজ। দেশের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে এসব অপচেষ্টা প্রতিহত করতে হবে।

ঢাকা-১১ আসনের বিএনপি মাটি ও গণমানুষের এই নেতা বলেন, তারেক রহমান দেশের মানুষের জন্য যে উন্নয়ন ও সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনাদের পাশে নিয়েই কাজ করতে চাই। ঢাকা-১১ আসনের মানুষের জীবনমান উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমি নিরলসভাবে কাজ করে যাব, যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন।

ড. এম এ কাইয়ুম বলেন, দেশের স্বাধীনতাবিরোধী ও অপশক্তির বিরুদ্ধে বিএনপির সংগ্রাম অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি কখনোই দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেনি। আমাদের রাজনীতি জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি,-উল্লেখ করেন তিনি।

বিএনপির মনোনীত প্রার্থী ড.এম এ কাইয়ুম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়াকে এবং জানান বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তার আদর্শ ও ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার নির্বাচন। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান