সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৫৫ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: দায়িত্ব ছাড়ার পর কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই: উপদেষ্টা রিজওয়ানা

তিনি জানান, আপিল বিভাগের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে—পাবনা-১ ও পাবনা-২ আসনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা না করতে।

নির্বাচন কমিশনার বলেন, “মহামান্য আপিল বিভাগ আমাদের স্পষ্টভাবে জানিয়েছে, এই দুই আসনে ভোট সংক্রান্ত কোনো কার্যক্রম আপাতত না চালানোর জন্য। সে অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ আসনের সব নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।”

আরও পড়ুন: লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে: প্রেস সচিব

ইসি সূত্র জানায়, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে বিষয়টি আদালতের বিবেচনাধীন রয়েছে। আদালতের চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট দুই আসনের প্রার্থী ও ভোটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।