পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২.৬ ডিগ্রি
উত্তরাঞ্চলের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে পুরো জেলাজুড়ে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। যদিও ঘন কুয়াশা ছিল না, তবে আকাশে হালকা কুয়াশার পর সকালের রোদও শীত কমাতে পারেনি হিমেল বাতাসের কারণে শরীরে বাড়তি ঠাণ্ডার অনুভূতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
এর আগের দিন শনিবার (২২ নভেম্বর) একই সময়ে তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। দিনের বেলায় রোদের দেখা মিললেও তাপমাত্রার বড় তারতম্যের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট বেশি অনুভূত হচ্ছে।
দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ বিভিন্ন উপজেলায় ভোররাত থেকেই শীতল হাওয়া বইছে। স্থানীয়দের দাবি—গত দুই দিনে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি একধাক্কায় বেড়ে গেছে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত সপ্তাহজুড়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও রোববার তা আরও কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত দ্রুত জেঁকে বসবে বলেও তিনি জানান।





