আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী ও শিশুসহ নিহত ১০
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে ৯ জন শিশু এবং একজন নারী রয়েছেন। এছাড়া একই সময়ে প্রদেশের অন্যান্য এলাকায় পৃথক হামলায় কয়েকজন আহত হয়েছেন।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার এই তথ্য জানিয়েছে। তাদের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মধ্যরাতে খোস্তের গোরবুজ জেলায় একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। মুজাহিদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) পোস্টে দাবি করেন, হামলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি ধ্বংস হয়ে গেছে।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
হামলায় নিহতদের মধ্যে ৯ জন শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) এবং একজন নারী রয়েছেন। তিনি আরও জানান, একই সময়ে আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশেও কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে, যেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
তালেবান সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি নজরদারির জন্য আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১৪





