টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ উদ্ধার

Sadek Ali
মো. আক্তার হোসেন, টঙ্গী
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ২:৪১ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের অরক্ষিত গভীর ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতি (২৬) এর লাশ স্থানীয় একটি বিল থেকে উদ্ধার করেছে দমকল বাহিনীর ডুবুরিরা। গত রোববার রাত ৮টায় ভারী বর্ষণে জলমগ্ন ড্রেনে পড়ে নিখোঁজ হন জ্যোতি। গত দুই দিনেও দমকল বাহিনীর ডুবুরীরা প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও প্রায় ২০ ফিট গভীর ওই ড্রেনে একটানা তল্লাশি চালায়। পাশাপাশি ড্রেনের শেষ প্রান্তে বিলেও অনুসন্ধান চালানো হয়। ডুবুরিরা সোমবার তাঁর একজোড়া জুতা ড্রেন থেকে উদ্ধার করলেও জ্যোতির সন্ধান পায়নি।  অবশেষে মঙ্গলবার সকালে ডুবুরিরা বিলে তল্লাশিকালে জ্যোতির লাশ ভাসতে দেখেন। 

দমকল বাহিনীর টঙ্গীর সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, তারা লাশটি উদ্ধার করে তৎক্ষনাৎ টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। লাশটি পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহত জ্যোতি চুয়াডাঙ্গা জেলা সদরের বাগান পাড়ার মৃত অলিউল্লাহ আহমেদ বাবলুর মেয়ে। জ্যোতির ৯ বছরের দু’টি জমজ ছেলে সন্তানের জননী বলে তার স্বজনরা জানান। তিনি রাজধানীর মিরপুরে ভাড়া বাসায় থেকে মনি ট্রেডিং করপোরেশন নামের একটি কোম্পানির মার্কেটিং প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।  ঘটনার সময় জ্যোতি টঙ্গীর ইমপেরিয়াল হাসপাতালে তাদের কোম্পানির পণ্যের পরিচিতি তুলে ধরতে ডাক্তার ভিজিটে এসে এ দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত