সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন

Any Akter
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার ১১ আগস্ট) বেলা ১১টায় উপজেলার সম্মিলিত সাংবাদিকবৃন্দের আয়োজনে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা, এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে। মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম মুন্না এবং সঞ্চালনা করেন গণমুক্তি প্রতিনিধি বাইতুল হাসান চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন, ভোরের ডাক প্রতিনিধি মোঃ ফায়েকুজ্জামান, ইত্তেফাক প্রতিনিধি আহাদুল হাসান, যায়যায়দিন প্রতিনিধি নিজামুল আলম মুরাদ, কালবেলা প্রতিনিধি মিল্টন খান, বাংলাবাজার পত্রিকা জেলা প্রতিনিধি মোঃ নেওয়াজ আহমেদ পরশ, সমকাল প্রতিনিধি গিয়াস উদ্দিন গালিব, করতোয়া প্রতিনিধি লিটন শিকদার, নবচেতনা প্রতিনিধি কাজী ওমর, বিএস টেলিভিশন প্রতিনিধি মামুন মোস্তফা, আনন্দ টিভি প্রতিনিধি ইবাদল রানা, বাংলা টিভি প্রতিনিধি জাহিদুল ইসলাম, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এম এ জামান, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি নুর ইসলাম লেলিন, দেশের কন্ঠ প্রতিনিধি আম্মার মিয়া অসীম, স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার লিমন, নাগরিক ভাবনার প্রতিনিধি মনিরুজ্জামান মনির। এছাড়াও উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তাকে হত্যার মাধ্যমে মূলত মুক্ত সাংবাদিকতাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় গোটা সাংবাদিক সমাজ আজ আতঙ্কিত।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সংবাদ কর্মীদের প্রতি সহিংসতা বন্ধ করা এবং হত্যাকারীদের দ্রুত বিচার কার্য সম্পন্ন করার দাবি জানান। তুহিন হত্যার সাথে জড়িত কেউ যেন ছাড় না পায়। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। শুধু তাই নয় এর পিছনে যে সকল মদদদাতা রয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।