বাগেরহাটে আসন কমানোয় ৩ দিনের হরতাল ডাকলো সর্বদলীয় কমিটি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫০ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার সিদ্ধান্তের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি ৩ দিনের হরতালসহ ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা, গ্রেপ্তার ৫

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার (৭ সেপ্টেম্বর) বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, সোমবার (৮ সেপ্টেম্বর) হরতাল-অবরোধ ও নির্বাচন কমিশন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল এবং ১০ ও ১১ সেপ্টেম্বর টানা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এসময় বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, এ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড. আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম।

আরও পড়ুন: নরসিংদীর হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবার মান নিয়ে প্রশ্ন, জনমনে আতংক

সভায় জেলা বিএনপি, জামায়াত, জূমায়েতে ইসলামী ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। সর্বদলীয় কমিটির পক্ষ থেকে এ প্রস্তাবের বিরোধিতা করা হলেও, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে বাগেরহাটে তিনটি আসন বহাল রাখে।