যুগে যুগে হকের বিজয় হয়েছে: কুলাউড়ায় জেলা আমির সায়েদ
                                        মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী বলেছেন, যুগে যুগে হকের বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে যার যার পাওয়া আমানত তাদের হাতে তুলে দেওয়া হবে। মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়চন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণের মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জয়চন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জামায়াতের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি জাকারিয়া আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার সহকারী সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন, ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন, জয়চন্ডী ইউনিয়ন জামায়াতের সভাপতি লুতফুর রহমান কয়েস, জয়চন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার যুব বিভাগের সহ-সভাপতি শরীফ আহমদ, জয়চন্ডী ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি নাইম মোহাম্মদ সালেহ, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: গাজীপুর-৪: কাপাসিয়ায় বিএনপির প্রার্থী ঘোষণায় আনন্দের বন্যা ,শুকরিয়া আদায়
এছাড়া, তিনি বিকেলে কামারকান্দি ও বিজয়া বাজারে গণসংযোগ করেন।





                                                    