গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে পূজামণ্ডপের সহসভাপতি গ্রেফতার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:১৯ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকায় পূজামণ্ডপের পাশে আট বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ঘটনায় পূজামণ্ডপ কমিটির সহসভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের পূজামণ্ডপে পূজা-অর্চনা চলাকালে মণ্ডপের সহসভাপতি ভজেন্দ্র সরকার শিশুটিকে খেলার স্থান থেকে ডেকে নিয়ে নিজ বাসায় যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরিবার বিষয়টি পুলিশকে জানালে অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে দ্রুত গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

কাশিমপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, ঘটনার সঙ্গে জড়িত ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

গ্রেফতার হওয়া ভজেন্দ্র সরকার সুরাবাড়ী এলাকার বাসিন্দা এবং আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপ কমিটির সহসভাপতি। তিনি স্থানীয় মেঘলাল সরকারের ছেলে।