যৌতুকের টাকার জন্য গৃহবধূকে হত্যা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩০ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার পর অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা গৃহবধূর মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

নিহত স্মৃতি রানী কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকার যতীশ চন্দ্র বর্মণের মেয়ে। তার ৭ বছর বয়সি এক কন্যাসন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্মৃতি রানীর স্বামী সনজিৎ চন্দ্র বর্মণ, শ্বশুর বেনু চন্দ্র বর্মণ, শাশুড়ি জোসনা রানী বর্মণ ও খালাতো বোন সরস্বতি চন্দ্র বর্মণ মিলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। এ সময় নির্যাতনের শিকার হয়ে স্মৃতির পরিবার তিন লাখ টাকা পরিশোধ করলেও বাকি দুই লাখ টাকার জন্য তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রাখে তারা।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সনজিৎ ফোনে তাকে বাকি দুই লাখ টাকা দ্রুত পরিশোধ করার জন্য চাপ দেয় এবং টাকা না দিলে স্মৃতিকে হত্যার হুমকি দেয়। পরদিন শুক্রবার সকালে আবারও টাকা দাবি করে সে। এরপর দুপুরে খবর পান, স্মৃতিকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তারা তার মরদেহ দেখতে পান।

শ্যামু চন্দ্র বর্মণ আরও জানান, তার বোনকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে, যা হত্যার স্পষ্ট প্রমাণ। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ বাদী হয়ে সনজিৎ চন্দ্র বর্মণসহ চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। সোনারগাঁ থানার পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।