নিজ ঘরে আগুন দেয়ায় মাদকাসক্ত যুবকেকে ছয় মাসের কারাদন্ড

ফরিদপুরের নগরকান্দায় নেশার টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেয়ার অভিযোগে মোঃরাজু ফকির(২২)নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
স্থানীয়রা জানান,সলিথা গ্রামের আজগর আলী ফকিরের ছেলে রাজু ফকির নিয়মিত মাদক গ্রহন করতো। মাঝে মধ্যেই সে নেশার টাকার জন্য চুরি, ছিনতাই করতো। শনিবার দুপুরে পরিবারের কাছে গিয়ে নেশা করার জন্য টাকা দাবি করে। পরিবারের লোকজন তাকে টাকা না দিলে, সে তাদের একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়। আগুনের খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাবার আগেই ঘর ও ঘরের মালামাল পুড়ে ভস্মিভুত হয়। স্থানীয়রা মাদকাসক্ত রাজু ফকিরকে আটক করে রাখে। ঘরে আগুন দেবার খবর পেয়ে সেখানে ছুটে যান নগরকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ দবিরউদ্দিন ও নগরকান্দা থানা পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকাসক্ত রাজু ফকিরকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ দবিরউদ্দিন বলেন, রাজু ফকির মাদক গ্রহনের কথা স্বীকার করে। এ কারনে মাদকদ্রব্য আইনে তাকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।