ব্রাহ্মণবাড়িয়ার গুলিতে আহত বিএনপি নেতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল (৪৮) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়ায় বাড়ির সামনে ঢোকার সময় এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাধবপুরে র্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে সমবায় মার্কেটের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন মফিজুর রহমান মুকুল। বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা নিকট থেকে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। তিনি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
আরও পড়ুন: কলাপাড়ায় অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার মিটার জাল জব্দ, আটক ২৬
রাত সাড়ে ১১টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকেরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।
নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, মুকুলের পিঠের মাঝামাঝি একটি গুলি এবং কোমর বরাবর আরেকটি গুলি লেগেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অজ্ঞাত ব্যক্তিরা পেছন দিক থেকে গুলি চালায়। এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
গুলিবিদ্ধ মফিজুর রহমান মুকুল নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি। তিনি সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক বিরোধের দিকও তদন্ত করছে।





