সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: ইয়াসের খান চৌধুরী

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৪ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৫৩, ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে নান্দাইলবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্বরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্বরণ করি আমার পিতা সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী ও আমার চাচা সাবেক সংসদ সদস্য মরহুম খুররম খান চৌধুরী। প্রথমেই মহান রাব্বুল আল আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি।”

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে

তিনি আরও বলেন, “আমি আপনাদের পরিবারের একটি অংশ। আমার এই পথচলায় আপনাদের সহযোগিতা চাই। নান্দাইলকে একটি সুন্দর, সমৃদ্ধ ও নতুন নান্দাইল হিসাবে গড়ে তুলতে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। বিএনপি একটি বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল। কাজেই দল থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী হবেন। অনেকেই হয়তো যোগ্য ছিলেন, কিন্তু দল যাকে মনোনয়ন দিয়েছে, আমরা সকলেই সেই সিদ্ধান্ত মেনে ধানের শীষের পক্ষে প্রকাশ্যে কাজ করি। আমরা সবাই এক এবং অভিন্ন। আমাদের মধ্যে কোন বিভেদ বা প্রতিহিংসা নেই। আমাদের মাঝে বিভেদ তৈরি করতে আমরা কাউকে সুযোগ দিব না। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ধানের শীষের পক্ষে প্রকাশ্যে কাজ করব।”

তিনি নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “এই মনোনয়ন আমার একার নয়। এটি আপনাদের সকলের। বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের হক এই মনোনয়ন। আপনারা যারা এতদিন ত্যাগ স্বীকার করেছেন এবং আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের সকলেরই এই মনোনয়ন। ইনশাল্লাহ, এটি একটি সমৃদ্ধশালী নান্দাইল গঠনে ভূমিকা রাখবে। আমি দলের নেতৃবৃন্দকে আহবান জানাই, কেউ অতি উৎসাহী হয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন না। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, যেন নান্দাইলের আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়া যায়।”

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না, অস্থিতিশীলতার চক্রান্ত সহ্য করা হবে না: মির্জা ফখরুল