এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পাকুরিয়া এলাকায় স্থানীয় বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনের সমস্যা সমাধান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইউসুফ আলী বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। "এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না" এ শপথ নিয়েই আমরা একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়তে চাই।
আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ চরম বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের চাপে জর্জরিত। এই পরিস্থিতি বদলাতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির ৩১ দফা হলো বৈষম্যমুক্ত, সুশাসনভিত্তিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা।
বৈঠকে সভাপতিত্ব করেন শাহাদত হোসেন সাধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আমিনুল ইসলাম কুহেল। তিনি বলেন, ৩১ দফার প্রতিটি ধারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
এছাড়া উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল ওহাব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পান্না সরকার, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্টন আলী প্রমুখ।





