বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালনে বেসওয়া

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩২ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

গত ২১শে নভেম্বর শুক্রবার বগুড়ার হোটেল ৭১-ইনে বেসওয়া আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এসময় "WE ARE RETIRED BUT NOT TIRED" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

এতে বগুড়া জেলা শাখার সভাপতি সার্জেন্ট এ কে এম আজাদ মিয়া (অবঃ) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি'র উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

উক্ত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সশস্ত্র বাহিনীর জন্য আজ এই দিনটি অহংকার ও গৌরবের। পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দিশেহারা জাতির আশার আলোর মশাল জ্বালিয়ে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনিও একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সব সময় কাজ করছে। সংকটময় মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন বেসওয়ার প্রধান উপদেষ্টা কর্ণেল (অবঃ) জগলুল আহসান, এস ইউ পি, পি, এসসি, জি। ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম (অবঃ) ও সার্জেন্ট আব্দুল বাতেন (অবঃ) এর সঞ্চালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সার্জেন্ট এবিএম রেজাউল করিম হিমু (অবঃ), সভাপতি, সদর উপজেলা, ল্যান্স কর্পোরাল আনোয়ার হোসেন (অবঃ), সভাপতি, শিবগঞ্জ উপজেলা, SWO আলমগীর হোসেন (অবঃ), সার্জেন্ট আশরাফ আলী (অবঃ), SWO মমিনুল ইসলাম (অবঃ), সার্জেন্ট রেজাউল করিম (অবঃ), সার্জেন্ট আজাদুল হক আজাদ (অবঃ), সার্জেন্ট নুরুল ইসলাম (অবঃ), সার্জেন্ট জুয়েলুর রহমান (অবঃ), সার্জেন্ট আব্দুর রাজ্জাক (অবঃ), সার্জেন্ট আবুল কালাম আজাদ (অবঃ), সার্জেন্ট হেদায়েতুল্লাহ ইসলাম সরকার (অবঃ)।

এসময় আরও উপস্থিত ছিলেন একিউএম ডিসেন্ট আহম্মেদ (সুমন), প্রধান উপদেষ্টা, বেসওয়া বগুড়া জেলা। সার্জেন্ট জাহিদুল ইসলাম, সিএমপি (অবঃ), সার্জেন্ট আমজাদ হোসেন (অবঃ), সার্জেন্ট সেলিম হোসেন তরফদার (অবঃ), সার্জেন্ট হযরত আলী (অবঃ), সার্জেন্ট রফিকুল ইসলাম (অবঃ), কর্পোরাল আরিফুল হক জুয়েল (অবঃ), সার্জেন্ট আজমল হোসেন (অবঃ), সার্জেন্ট জাহিদ (অবঃ), সার্জেন্ট লতিফ (অবঃ), ওয়ারেন্ট অফিসার লুৎফর রহমান (অবঃ), ল্যাঃ কর্পোঃ আরিফ (অবঃ), ওয়ারেন্ট অফিসার আলী হাসানসহ (অবঃ) জেলা ও উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠান উদ্বোধনী ভাষণে বেসওয়া বগুড়া জেলার সভাপতি বলেন, "প্রতি বছরের ন্যায় বগুড়া জেলা বেসওয়া এই দিনকে স্মরণ রাখার জন্য (অবঃ) সদস্যদের পরিবারবর্গ নিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকে। পরবর্তী বছর আরও সুন্দরভাবে এ অনুষ্ঠান পালন করতে পারি, সেই জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করি।"

সার্জেন্ট দেলোয়ার হোসেন দুলাল (অবঃ), সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বেসওয়া আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রীতিভোজ, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এর পূর্বে ভোর ৭টায় জেলা কার্যালয় অফিসে পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয় এবং বগুড়া শহরের র‍্যালী অনুষ্ঠিত হয়।