ভূমিকম্পের তীব্র কাঁপুনি অনুভব করলো নরসিংদীবাসী, আহত ৪৫
ভূমিকম্পে তীব্র কাঁপুনি ও ঝাঁকুনি অনুভব করেছে নরসিংদীবাসী। ভয়াবহ ভূমিকম্পে একটি বাড়ির ছাদের রেলিংসহ বড়বাজারের পুরনো একটি বিল্ডিংয়ের ছাদের আংশিক ধসে পড়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে অন্তত ৪৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ অনুভূত হওয়া ভূমিকম্পে এই হতাহতের ঘটনা ঘটে। সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী শহর থেকে প্রায় ১০ কি.মি. দূরে মাধবদী নামক স্থানে।
নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নাঈম ইবনে হাসান প্রতিনিধিকে বলেন, ‘আল্লাহর অশেষ রহমত। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত আমরা তেমন কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাইনি।’
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পের সময় জেলার বিভিন্ন স্থানে বিল্ডিং, ভবনের দেয়াল, রেলিং, ফ্লোর ও টিনের চাল কেঁপে ওঠে। শহরের পাশ্ববর্তী সংগীতা এলাকার একটি আবাসিক এলাকায় বাড়ির ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনজন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অপরদিকে নরসিংদী বড়বাজারের পুরনো তিনতলা একটি বিল্ডিংয়ের ছাদের আংশিক ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে ভূমিকম্পে জেলার বেশ কয়েকটি স্থানে উঁচু বিল্ডিং থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় ৪৫ জন মানুষ আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
৮০ বছরোর্ধ্ব স্থানীয় এক বৃদ্ধ বলেন, ‘আমার বয়সে এমন ভূমিকম্পের অনুভব কখনও পাইনি। কাঁপুনি ও ঝাঁকুনি ছিল ভয়াবহ। আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাড়াহুড়ো করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।’





