লক্ষ্মীপুরে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
ঢাকার পুরান শহরের বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে ইটের রেলিং পড়ে নিহত লক্ষ্মীপুরের আব্দুর রহিম (৪৮) ও তার ছেলে আব্দুল আজিজ রিমনের (১২) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। ভোরে মরদেহ আসার পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
পরিবার জানায়, আব্দুর রহিম রাজধানীর সদরঘাট এলাকায় দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করছিলেন। পুরান ঢাকার সুরিটোলা স্কুলের পেছনে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। শুক্রবার সকালে মেজো ছেলে রিমনকে (পঞ্চম শ্রেণির ছাত্র) সঙ্গে নিয়ে বাজারে বের হন। এ সময় হঠাৎ ভূমিকম্পে একটি ভবনের ওপরের রেলিং ভেঙে পড়ে তাদের মাথায়, ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা-ছেলে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের মাতম।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন





