সুনামগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে অঝোরে কাঁদলেন বিএনপি প্রার্থী আনিসুল হক

Sanchoy Biswas
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য অঝোরে কাঁদলেন সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলা) বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে, তাহিরপুর উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র বাদাঘাট বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত পথসভায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পথসভায় উপস্থিত বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় পথসভায় উপস্থিত হাজার হাজার বিএনপি সমর্থকরাও কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

এদিকে শুক্রবার জুম্মার নামাজের পর থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে, নেচে-গেয়ে, উপজেলার ৭টি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিলসহকারে পথসভায় উপস্থিত হন। এক সময় অগণিত জনতার উপস্থিতিতে পথসভাটি রূপ নেয় জনসভায়।

এ সময় বিএনপি প্রার্থী আনিসুল হক, জেলা/উপজেলার নেতৃবৃন্দ সাধারণ মানুষকে সামলাতে হিমশিম খান।

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

পরে দলীয় কোনো নেতাকর্মীকে বক্তব্য না দিয়ে, আনিসুল হক নিজেই দু’হাত তুলে মোনাজাতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে অঝোরে কাঁদতে থাকেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের জন্য জেল খেটে নির্যাতিত হয়ে আমার/আপনার মা বেগম জিয়া আজ অসুস্থ হয়ে বিছানায়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের কাছে মজলুম জননেত্রী বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া চান আনিসুল হক। মোনাজাতে তার কান্নায় পথসভায় উপস্থিত লোকজনের মধ্যে পিনপতন নীরবতা নেমে আসে।

পথসভায় জেলা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও এর নেতাকর্মীরা বক্তব্য রাখেন।