নেত্রকোণায় বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের মহল্লা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর মহল্লা কমিটি গঠন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জয়নগর কালিবাড়ী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, নেত্রকোণা পৌর শাখা।
আরও পড়ুন: এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর দাফন সম্পন্ন, নিজ গ্রামে শেষ বিদায়
সভাপতিত্ব করেন নেত্রকোণা পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি খাজা মোশাররফ হোসেন জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খান শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক, জেলা তাঁতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহম্মেদ লেলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম মোল্লা প্রমুখ।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কমছে না
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. রোকন উদ্দিন, পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর মহল্লা কমিটি ঘোষণা করেন।





