জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গাড়িবহর নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করে বিকেল ৩টা ৩৮ মিনিটে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন।
এ সময় প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি রেজাউল হক, ফারাহ মাহবুব এবং এস এম এমদাদুল হক। জাতীয় স্মৃতিসৌধে তাদের আগমন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এবং ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
প্রধান বিচারপতির আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয় জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। নিরাপত্তার স্বার্থে দুপুর থেকে সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়। তবে মাননীয় প্রধান বিচারপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর পুনরায় দর্শনার্থীদের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।





