ছাত্রশিবির বাংলাদেশে আল্লাহর এক বিশেষ নেয়ামত: সায়েদ আলী
মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে উপজেলার ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদার সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, যিনি বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব।”
আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। তিনি বলেন, “ছাত্রশিবির বাংলাদেশে আল্লাহর এক বিশেষ নেয়ামত। ছাত্রশিবির চাইলে এই দেশে সবকিছুই সম্ভব। আগামীর বাংলাদেশ হবে ছাত্রশিবিরের বাংলাদেশ।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার শহর ছাত্রশিবির সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি ফরিদ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মহসিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ
সমাবেশটি দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।





