চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো ঠান্ডায় কষ্টে নিম্ন আয়ের মানুষ
দেশের দক্ষিণ-পশ্চিমের চুয়াডাঙ্গায় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা নেমেছে মৌসুমের সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। হাড়কাঁপানো ঠান্ডায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। সোমবার (৫ জানুয়ারি) জেলার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি। টানা শৈত্যপ্রবাহের কারণে জনজীবন ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৬ ডিগ্রিতে, জনজীবন স্থবির
সরেজমিন দেখা গেছে, গত দুই সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। সড়কে গাড়ি চলাচলে হেডলাইট ব্যবহার করা হচ্ছে। অনেক পরিবার খড় ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তীব্র শীতে সকাল-বিকেলের সময় কাজের জন্য রাস্তায় বের হওয়া অনেকের জন্যই কষ্টসাধ্য হয়ে উঠেছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানিয়েছেন, আগামী এক সপ্তাহ অর্থাৎ ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে। শীতের প্রকোপ আরও তীব্র হবে, তাই মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ
শীতার্ত ও খেটে খাওয়া মানুষের জন্য বিশেষ করে ভোর-সকাল কঠিন হয়ে উঠেছে। টানা শৈত্যপ্রবাহে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।





