কমলনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

Sanchoy Biswas
কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:১৭ পূর্বাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. পারভেজ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের মাকাজ মসজিদের তিন রাস্তার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ চরলরেন্স ইউনিয়নের ভক্তপাড়া গ্রামের বাসিন্দা মো. হানিফের ছেলে। তিনি স্থানীয় উপকূল কলেজের একজন ছাত্র ছিলেন।

আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজের পুনর্মিলনীতে শিক্ষার্থীদের মিলনমেলা

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পারভেজ মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ফজুমিয়ারহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মিয়াপাড়া–ফজুমিয়ারহাট সড়কের মাকাজ মসজিদের তিন রাস্তার মোড়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উৎসব

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।