ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবদল–বিএনপি নেতাদের সংঘর্ষ, আহত অন্তত ৫০

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:০৭ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার বেলা দুইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল আজিজ এবং বিএনপি নেতা আবদুল খালেকের অনুসারীদের মধ্যে শুক্রবার রাতের পূর্ববর্তী বিবাদের জেরেই এ সংঘর্ষের সূত্রপাত।

আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজের পুনর্মিলনীতে শিক্ষার্থীদের মিলনমেলা

শুক্রবার রাতে বাজার এলাকায় গাজী আবদুল আজিজের নেতৃত্বে কয়েকজন আবদুল খালেককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিশোধ হিসেবে শনিবার বেলা ১১টার দিকে খালেকের সমর্থকেরা গাজী আবদুল আজিজকে মারধর করে আহত করেন। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

উত্তেজনার কারণে শনিবার সকাল থেকেই অরুয়াইল বাজারের সহস্রাধিক দোকান বন্ধ থাকে। দুপুরের পর দুই গ্রামের লোকজন ইট-পাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাজারের কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

আরও পড়ুন: ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উৎসব

বিকেল সাড়ে পাঁচটার দিকে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। গুরুতর আহত গাজী আবদুল আজিজকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পর রাতেই উভয় গ্রামের মানুষ আলাদা বৈঠক করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”