সৈয়দপুরে টানা তিন দিন মাছের বাজার বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৪ পূর্বাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে টানা তিন দিন ধরে মাছের বাজার বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। চাঁদাবাজদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দোকান না খোলার ঘোষণা দিয়েছেন তারা। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা ও পাইকাররা চরম ভোগান্তিতে পড়েছেন।

রোববার (১১ জানুয়ারি) রাতে সৈয়দপুর শহরের মাছ বাজারে গিয়ে দেখা যায়, সব দোকান বন্ধ রয়েছে। এর আগে বিকেলে চাঁদাবাজির প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ করেন।

আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজের পুনর্মিলনীতে শিক্ষার্থীদের মিলনমেলা

ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী ও তার কয়েকজন সহযোগী নিয়মিতভাবে মাছ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক চাঁদা আদায় করে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে তারা চাঁদা তুলতে এলে ব্যবসায়ীরা তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা কয়েকজন ব্যবসায়ীকে মারধর করেন।

ঘটনার পর ব্যবসায়ীরা সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর চাঁদাবাজির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বাজারের সব দোকান বন্ধ রেখে কর্মসূচি শুরু করেন, যা টানা তিন দিন ধরে চলছে।

আরও পড়ুন: ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উৎসব

মাছ ব্যবসায়ী রহমত আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে চাঁদা দিয়ে আসছি। এখন আর তা দেওয়া সম্ভব নয়। মাছ বিক্রি করে যা আয় হয়, তাতে পরিবার চালাতেই হিমশিম খেতে হয়—চাঁদা দেওয়ার প্রশ্নই আসে না।’

আরেক ব্যবসায়ী নওশাদ হোসেন পলু বলেন, ‘চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আমাদের মারধর করা হয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে আরও বড় আন্দোলনে যাব।’

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’