কল্যাণ প্যারেডে বাংলাদেশ চিরজীবী হোক ‘স্লোগান’ এসবি প্রধানের

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর মাসিক কল্যাণ সমাবেশে বাংলাদেশ চিরজীবী হোক বলে সভা শেষ করলেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল। দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামলে রাষ্ট্রীয় দলীয় সকল অনুষ্ঠানের মত সভার শেষে এই স্লোগান বলাকে অনেকটা সরকার ও দলীয় অনুগত হিসেবে বিবেচনা করা হত। স্বৈরাচার পতনের সাড়ে পাঁচ মাস পরেও স্পেশাল ব্রাঞ্চের শীর্ষ কর্মকর্তা র সভা শেষে এ ধরনের স্লোগান দেয়ায় পুলিশ সদস্য হতভাগ হয়ে পড়েন। একে অপরের দিকে তাকিয়ে বিষয়টি নিয়ে পরস্পর আলোচনা করে। প্রধান অতিথি বের হওয়ার পর নিজেরার মধ্যে খুব প্রকাশ করে বলতে শোনা যায় এখনো স্বৈরাচারের অনুগত দোসররা দাপটে র সাথেই আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায় চলতি সপ্তাহে পুলিশের ডিআইজি গোলাম রসুল অতিরিক্ত আইজিপির দায়িত্ব নিয়ে আজ সকালে কল্যাণ সভার আয়োজন করেন। মালিবাগের স্পেশাল ব্রাঞ্চের নিচতলার ২ ঘন্টারও বেশি সময় ধরে কল্যাণ সমাজ বলে। বেলা একটার কিছু আগে সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি গোলাম রসুল। বক্তব্য শেষে বাংলাদেশ চিরজীবী হোক বলে সভার সমাপ্তি ঘোষণা করেন।