নৌকা বাদ দিয়ে জেল পুলিশের নতুন মনোগ্রাম অনুমোদন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:২১ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের আওতায় জেল পুলিশ কারারক্ষীদের নতুন মনোগ্রাম অনুমোদন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ সূত্র জানায় এই নতুন মনোগ্রাম করার ফলে কারা বিভাগের কর্মচারীদের কোন প্রকার ফ্যাসিস্ট আচরণের প্রভাব পড়বে না। কারা অধিদপ্তরের মুখপাত্র এআইজি জান্নাতুল ফরহাদ জানান নতুন এই মনোগ্রাম ইতোমধ্যে কার্যকর শুরু হয়েছে।

নতুন মনোগ্রামে দেখা যায় নৌকা প্রতীকে বাদ দেয়া হয়েছে। নোকা একটি রাজনৈতিক দলের প্রতীক। নৌকার পরিবর্তে চাবি ও লাঠি রাখা হয়েছে। এই মনোক্রান্তি কারারক্ষীদের কাছে পছন্দনীয় হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায় আগের মনোগ্রাম থেকেই শুধু মাঝখানের নৌকা প্রতীকের পরিবর্তে চাবি ও বাটল দেয়া হয়েছে।



সর্বশেষ

Loading data...
Loading data...
Loading data...
Loading data...

জনপ্রিয়

Loading data...
Loading data...
Loading data...
Loading data...