শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের ট্রফি-সনদ প্রদান করলেন বিমান বাহিনী প্রধান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৩১ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ) ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন।

আরও পড়ুন: পলাতক সাবেক ডিআইজি হারুন-নুরুলসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ৬ জন বিমানসেনা ও এমওডিসি (এয়ার) এই পুরস্কার অর্জন করেন।

আরও পড়ুন: তিন বাহিনীর ১৫ বছরের বঞ্চনার আবেদন পর্যালোচনায় কমিটি গঠন

ট্রফি ও সনদ বিতরণ শেষে প্রধান অতিথি দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এই স্বীকৃতি তাদের কর্মক্ষেত্রে সফলতার প্রতিফলন এবং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন।