দুদকের মামলায় ছাগল কাণ্ডের মতিউর ও তার স্ত্রী লায়লা একদিনের রিমান্ডে

দুর্নীতির মামলায় আলোচিত এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে এক দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুপুরে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে বেলা ২টা ৩৫ মিনিটে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে পদক পাচ্ছেন ৬ পুলিশ কর্মকর্তা
শুনানিতে দুদকের (দুর্নীতি দমন কমিশন) পক্ষে পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী) রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করেছিলেন।