দুদকের মামলায় ছাগল কাণ্ডের মতিউর ও তার স্ত্রী লায়লা একদিনের রিমান্ডে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতির মামলায় আলোচিত এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে এক দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: বনশ্রীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুপুরে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে বেলা ২টা ৩৫ মিনিটে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মুছাব্বির হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি: ডিবি

শুনানিতে দুদকের (দুর্নীতি দমন কমিশন) পক্ষে পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী) রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আসামিদের তিন দিনের রিমান্ড আবেদন করেছিলেন।