বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:০৮ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে অসাধুচক্র অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে—সম্প্রতি এমন তথ্য পেয়েছে বিজিবি। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন মাসে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

বিজিবি জানায়, গত ০৩ মাসে তাদের অভিযানে মোট ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ০২টি রিভলভার, ০২টি এসএমজি, ০৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ০৩টি শর্টগান, ০৩টি মর্টার শেল, ০৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি জব্দ করা হয়েছে।

বিজিবি বলছে, চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

আরও পড়ুন: সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে পদক পাচ্ছেন ৬ পুলিশ কর্মকর্তা